১। কারা সেবা পাবেন ?
ক) সক্ষম দম্পত্তি মহিলা (১৫-৪৯)বছর বয়স পর্যন্ত
খ) সক্ষমদম্পত্তি পুরুষ
গ) মা ও শিশু
ঘ) সাধারন রোগী
ঙ) কিশোর-কিশোরী
২। কিভাবে?
ক) সক্ষম দম্পত্তি মহিলা + সক্ষমদম্পত্তি পুরুষঃ-পরিবার কল্যাণ সহকারী কর্তৃক বাড়ি বাড়ি পরিদর্শনের মাধ্যমে(হোম সার্ভিস)
খ) কমিউনিটি ক্লিনিকে (ওয়ার্ড পর্যায়ে)
গ) এফডব্লিউসি-তে (ইউনিয়ন পর্যায়ে)
ঘ) এমসিডব্লিউসি-তে (জেলা পর্যায়ে)
ঙ) এফপিএবি,মেরীস্টোপস,ভিএফডব্লিউএ,আরএইচষ্টেপ এ সকল এনজিও ক্লিনিকে।
সেবা এবং ধাপ সমূহঃ-
পরিবার পরিকল্পনা সেবাঃ(ইউনিট,ইউনিয়ন,উপজেলা পর্যায়ে)
অস্থায়ী পদ্ধতিঃ-খাবার বড়ি,কনডম,ইনজেকটেবল(হোম সার্ভিস,এফডব্লিউসি,কমিউনিটি ক্লিনিক,স্যাটালাইট ক্লিনিক,এফডব্লিউসি,এবং এফপিএবি,মেরীস্টোপস,ভিএফডব্লিউএ, আরএইচষ্টেপ এ সকল এনজিও ক্লিনিকে)
দীর্ঘ মেয়াদীঃ-আইইউডি(ইউনিয়ন,উপজেলা ও জেলা পর্যায়ে)
দীর্ঘ মেয়াদীঃ ইমপ্লানন (উপজেলা ও জেলা পর্যায়ে)
স্থায়ী পদ্ধতিঃ পুরুষ (এনএসভি) উপজেলা ও জেলা পর্যায়ে।
স্থায়ী পদ্ধতিঃ মহিলা (টিউবেকটমি) উপজেলা ও জেলা পর্যায়ে।
মা ও শিশু স্বাস্থ্য সেবাঃ ওয়ার্ড, ইউনিয়ন,উপজেলা ও জেলা পর্যায়ে।
সাধারন রোগীর সেবাঃ ইউনিয়ন,উপজেলা ও জেলা পর্যায়ে।
কিশোর কিশোরী সেবাঃ ইউনিয়ন,উপজেলা ও জেলা পর্যায়ে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস